সকালে কুর্সি পুজো, বিকেলে ‘লিপিস্টিক’

কয়েক বছর আগে কেদারনাথের ভয়াবহ দুর্যোগে পড়েছিলেন চৌবে ও তাঁর পরিবার। কোনও রকমে বেঁচে ফিরেছিলেন। এখন মন্ত্র পড়েই কুর্সিটিকে সুরক্ষিত রাখতে চাইছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩৩
Share:

আত্মায় রামই রইলেন। সঙ্গে ‘লিপিস্টিক’কেও আজ আপন করল বিজেপি।

Advertisement

কালই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিহারের অশ্বিনী চৌবে। এ দিন সকাল সকালই তিনি নিজের মন্ত্রকে পৌঁছে মন্ত্রীমশাই ব্যস্ত হয়ে পড়েন কুর্সি-পুজোয়। দু’জন পুরোহিত ডেকে এনে মন্ত্র উচ্চারণ করে রীতিমতো ধুমধাম। ঘন ঘন আওয়াজ উঠছে, ‘বল সিয়াপতি রামচন্দ্র কি জয়’, ‘হর হর মহাদেব’।

কয়েক বছর আগে কেদারনাথের ভয়াবহ দুর্যোগে পড়েছিলেন চৌবে ও তাঁর পরিবার। কোনও রকমে বেঁচে ফিরেছিলেন। এখন মন্ত্র পড়েই কুর্সিটিকে সুরক্ষিত রাখতে চাইছেন। প্রশ্ন করলে বলছেন, এ পুজো তিনি একার জন্য করেননি। সকলের জন্য করেছেন। আর দলের বক্তব্য হল, যদি নিজের জন্যও পুজো করেন, আপত্তি কী? রাম-ধ্বনি তো বিজেপির আত্মা!

Advertisement

আরও পড়ুন: প্রতিরক্ষার শীর্ষে আসলে কি মোদীই

বিকেল গড়াতে না গড়াতেই আর এক ছবি। দিল্লিতে বিজেপি দফতরে এসে দলে যোগ দিলেন ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিংহ। সেই গায়ক, যিনি খ্যাত হয়েছেন ‘লাগাওয়েলু যব লিপিস্টিক, হিলালে আরা ডিসট্রিক’ গান গেয়ে। এক সপ্তাহ আগে মারা গিয়েছেন তাঁর বাবা। বিজেপির বড় বড় নেতাদের উপস্থিতিতে মোদীর বন্দনা করে আজ অভিনেতা থেকে নেতা হলেন। দলের মঞ্চ থেকেই সেই গান গাইলেন। পাশে বসা বিজেপির নেতারা হাসিমুখে উপভোগ করলেন গান।

চৌবের চেয়ার-পুজো যদি আত্মা হয়, লিপিস্টিক তবে কী? দলের এক নেতার মন্তব্য, ‘‘ভোটের টান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement