অন্ধ্রে আসছে ঘূর্ণিঝড় ভারদা

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারদা। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার গভীর রাতেই প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সে। তার গতিপথের পরিবর্তন দেখছেন না আবহবিদেরা। তাঁরা জানাচ্ছেন, সোমবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি এলাকা দিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে ঢুকবে ভারদা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৮
Share:

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারদা। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার গভীর রাতেই প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে সে। তার গতিপথের পরিবর্তন দেখছেন না আবহবিদেরা। তাঁরা জানাচ্ছেন, সোমবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি এলাকা দিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে ঢুকবে ভারদা।

Advertisement

আবহবিদদের একাংশ জানাচ্ছেন, স্থলভূমিতে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তি খোয়ানোর সম্ভাবনা আছে ভারদার। কিন্তু তা সত্ত্বেও হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। কাল, রবিবার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের দিকে চেয়ে আছেন বাংলার শীত প্রত্যাশীরাও। এমনিতে এই ঘূর্ণিঝড় সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে আলিপুরের আবহাওয়া অফিস। তবে এই ঘূর্ণিঝড় না কেটে যাওয়া পর্যন্ত শীতের থিতু হওয়া নিয়ে কোনও পূর্বাভাসে যেতে নারাজ আবহবিদেরা।

মৌসম ভবন সূত্রের খবর, ঘূর্ণিঝড়টি এ দিন আন্দামান ছাড়িয়ে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে এসেছে। ফলে আন্দামানের পরিস্থিতির উন্নতি হয়েছে। ঘূর্ণিঝড়টি যত অন্ধ্রের দিকে এগোবে, ততই আন্দামানের পরিস্থিতি উন্নতি হবে। কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবেই। ফলে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement