উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী অরবিন্দ পাণ্ডে।— ফাইল চিত্র।
প্রশ্নের সঠিক উত্তরই দিয়েছিলেন তরুণী শিক্ষিকা।
(-১)+ (-১) কত হয়? বলেছিলেন -২। কিন্তু, সেই উত্তর শুনে খেপে ওঠেন প্রশ্ন কর্তা। এক ঘর পড়ুয়ার সামনে কড়া কড়া দু’চার কথা শুনিয়ে দেন শিক্ষিকাকে।
এখানেই শেষ নয়! এj পর চক-ডাস্টার নিয়ে নিজেই বোর্ডে অংক কষতে শুরু করেন তিনি। শিক্ষিকার ‘ভুল’ ধরিয়ে ওই প্রশ্ন কর্তা বলেন, সঠিক উত্তর হবে শূন্য (০)।
পরের প্রশ্ন ছিল, মাইনাস প্লাস মাইনাস (অর্থাৎ দু’টি ঋণাত্মক সংখ্যার যোগফল) কী হবে? এ ক্ষেত্রে অবশ্য উত্তরের জন্য অপেক্ষা করেননি তিনি। নিজেই এর উত্তর দেন। জানান, অবশ্যই প্লাস (অর্থাৎ, দু’টি ঋণাত্মক সংখ্যার যোগফল সব সময় ধনাত্মক) হবে।
আরও পড়ুন: পালিয়ে হিমাচলে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল রাম রহিম
সে দিনের পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে সরব রাজ্যের সরকারি শিক্ষকদের সংগঠন। এনডিটিভিকে সংগঠনের তরফে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর আচরণ খুবই দুর্ভাগ্যজনক। এ ভাবে এক জন শিক্ষককে অপমান করা যায় না। নিজে ভুল করে অন্যকে অপমান করেছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছে সংগঠন। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের শিক্ষমন্ত্রীর এমন কাজে সরব কংগ্রেস।
তবে, এত কিছুর পর নিজের অবস্থানেই অনড় মন্ত্রী। উল্টে শিক্ষামন্ত্রীর দাবি, তিনি কোনও ভুল করেননি।