National News

উত্তরাখণ্ড ভোটের ইভিএম বাজেয়াপ্ত করার নির্দেশ দিল হাইকোর্ট

সম্প্রতি বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডের দেহরাদুন জেলার বিকাশ নগর কেন্দ্রের বুথে বুথে যে ইভিএম যন্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল, রাজ্যের হাইকোর্ট তার সবক’টিকেই সিল ও বাজেয়াপ্ত করতে বলল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ১৬:৪০
Share:

ইভিএম যন্ত্র।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডের দেহরাদুন জেলার বিকাশ নগর কেন্দ্রের বুথে বুথে যে ইভিএম যন্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল, রাজ্যের হাইকোর্ট তার সবক’টিকেই সিল ও বাজেয়াপ্ত করতে বলল।

Advertisement

দেহরাদুন জেলার বিকাশ নগরের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে বৃহস্পতিবার এই নিদেশ দিয়েছে উত্তরাখণ্ডের হাইকোর্ট। বিধানসভা ভোটে বিকাশ নগর কেন্দ্রে সবক’টি ইভিএম যন্ত্রেই কারচুপি করা হয়েছিল বলে কংগ্রেসের তরফে একটি পিটিশন জানানো হয়েছিল হাইকোর্টে। তারই প্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ। সেই মর্মে দেশের নির্বাচন কমিশন, উত্তরাখণ্ডের নির্বাচন কমিশন, মুখ্যসচিব ও বিকাশ নগর বিধানসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী মুন্না সিংহ চৌহানকেও নোটিশ ধরিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টে নির্বাচন কমিশন যথারীতি জানিয়েছে, ইভিএম যন্ত্রে কারচুপি করা সম্ভব নয়।

Advertisement

আরও পড়ুন- কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হানা, হত তিন জওয়ান, চলছে পাল্টা অভিযান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement