G20 Summit 2023

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লি আসছেন বাইডেন, মোদীর সঙ্গে করবেন পার্শ্ববৈঠক

৭ সেপ্টেম্বর আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। ৮ সেপ্টেম্বর দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮
Share:

জো বাইডেন এবং নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউসের তরফে এ কথা জানানো হয়েছে। দুই রাষ্ট্রনেতার ওই বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে আমেরিকার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে।

Advertisement

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর (শনি ও রবিবার) জি২০ শীর্ষ সম্মেলনে আসর বসতে চলেছে নয়াদিল্লিতে। ওই বৈঠকে এ বার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। ৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সময় বাইডেন জানিয়েছিলেন, তিনি সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন। তবে বাইডেন এলেও জি২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না বলে ইতিমধ্যেই মস্কোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিক ভাবে জি২০-তে হাজির থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে দিল্লি আসছেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ। অনিশ্চয়তা রয়েছে জি২০-তে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগদান নিয়েও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement