US Deportation to India

দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ফিরলেন ১১৯ জন অবৈধবাসী, পঞ্জাবে নামল ট্রাম্পের পাঠানো বিমান

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান পৌঁছছে ভারতে। শনিবার রাতে পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে বিমানটি। মোদী-ট্রাম্প বৈঠকের পর এই প্রথম অবৈধবাসীদের নিয়ে বিমান পৌঁছল ভারতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৯
Share:
আমেরিকা থেকে ফেরত পাঠানো হল অবৈধ অভিবাসীদের।

আমেরিকা থেকে ফেরত পাঠানো হল অবৈধ অভিবাসীদের। — ফাইল চিত্র।

শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল শতাধিক অবৈধ অভিবাসীকে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধবাসীদের নিয়ে আমেরিকান বিমান পৌঁছল ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধবাসীদের নিয়ে এই প্রথম বিমান পৌঁছল ভারতে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে অমৃতসরে পৌঁছেছে বিমানটি।

Advertisement

শনিবার রাতে অবৈধবাসীদের নিয়ে আমেরিকার বিমান অমৃতসরে পৌঁছনোর আগে বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে। আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধবাসীদের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান মান। তিনি বলেন, “আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন। তাঁরা যেন ক্ষুধার্ত না থাকেন।” দ্বিতীয় দফায় ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে পঞ্জাব ছাড়া অন্য রাজ্যেরও বাসিন্দা রয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁদের দিল্লির উদ্দেশে পাঠানো হবে বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

এই ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া, গুজরাতের আট জন, উত্তরপ্রদেশের তিন জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা। চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানের ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনও জানায়নি আমেরিকা।

Advertisement

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যা দেন। তাঁর ব্যাখ্যা, আমেরিকার নিজস্ব আইন অনুসারেই হাতকড়া-শিকল পরানো হয় অবৈধবাসীদের। এই বিতর্কের আবহে শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন মোদীও।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement