National News

ব্যান্ড বাজানোর ‘শাস্তি’! মধ্যপ্রদেশে দলিতদের কুয়োয় কেরোসিন

দলিতের ঘরে জন্ম যখন উচ্চবর্ণের হাতে গড়া ‘একুশে আইন’ তো তখন মানতেই হবে! না মানতে চাইলে কী হয়, এই একুশ শতকের ভারতে তা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার ছোট্ট একটা গ্রাম। ঢোল না বাজিয়ে বিয়েতে ব্যান্ড বাজানোর খেসারত দিতে হচ্ছে এখন গোটা গ্রামের বাসিন্দা শ’খানেক পরিবারকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৭:৩৪
Share:

সেই কুয়ো।

আরও পড়ুন- মে’র প্রথম সপ্তাহেই তীব্র তাপপ্রবাহ দেশ জুড়ে? শঙ্কা বিজ্ঞানীদের

Advertisement

সেই কুয়োর জলের পুরোটাই বিষিয়ে গিয়েছে বলে এখন চার কিলোমিটার দূরে গিয়ে কালিসিন্ধ নদী থেকে খাওয়ার জল নিয়ে আসতে হচ্ছে গ্রামের সবক’টি পরিবারকে। তা নিয়ে রীতিমতো উত্তেজনাও ছড়িয়েছে গোটা গ্রামে। যার পরিণতিতে জনাকয়েক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

জেলার কালেক্টর ডিভি সিংহ অবশ্য জানিয়েছেন, ‘‘ওই কুয়োর বিষিয়ে যাওয়া জলের পুরোটাই পাম্প করে বের করে নেওয়া হয়েছে।কুয়ো পরিষ্কার করানো হয়েছে। এখন ওই কুয়োয় যে জল রয়েছে, তা পানের অযোগ্য নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement