পাকড়াও: উত্তরপ্রদেশে ইভ টিজিং রুখতে গড়া পুলিশের অ্যান্টি রোমিও স্কোয়াডের হাতে ধৃত যুবক। বুধবার লখনউয়ে। ছবি: পিটিআই।
ব্যস্ত চার রাস্তার মোড়ে কান ধরে বসে রয়েছে কেউ। কাউকে আবার থানায় বসিয়ে রেখে ফোন যাচ্ছে বাবা-মায়ের কাছে। উত্তরপ্রদেশে সড়কছাপ রোমিওদের শায়েস্তা করতে এই ছিল আজকের পুলিশি অভিযানের ছবি। সৌজন্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইভ টিজিং রুখতে পুলিশের অ্যান্টি রোমিও স্কোয়াড গড়েছেন তিনি। তার কাজও শুরু হয়ে গিয়েছে আজ।
দিনটা ইভ-টিজারদের জন্য একেবারেই সুখের ছিল না আজ! সারা রাজ্যে শপিং মল, স্কুল কলেজ, কোচিং সেন্টার, পার্ক এমনকী চায়ের দোকানগুলিতেও কড়া নজরদারি চালিয়েছে পুলিশ। স্থানীয় থানা থেকেই পুলিশ নিয়ে গড়ে তোলা হয়েছে ইভ টিজিং আটকানোর বিশেষ দল। ১১টি জেলায় এই স্কোয়াড গঠনের নির্দেশও জারি হয়েছে। লখনউয়েই গড়া হয়েছে এমন ২৩টি স্কোয়াড। যেখানে এক জন সাব ইনস্পেক্টর ও চার জন পুলিশ কর্মীকে রাখা হয়েছে। প্রতিটি স্কোয়াডে থাকছেন দু’জন করে মহিলা পুলিশ। আজ সারা দিন ধরে লখনউ, বুলন্দশহর, রায়বরেলী, মেরঠ, মির্জাপুরের মতো শহরে চলেছে এই পুলিশি অভিযান। পুলিশ জানাচ্ছে, রাজ্যের ১৭৬টি জায়গায় হানা দিয়ে ৯৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পিলভিটে আটক করা হয়েছে পাঁচ জন ইভ টিজারকে। প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা জানাচ্ছেন, কোনও মহিলা অভিযোগ জানালে ইভ টিজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।