National News

কোর্টের পথে উন্নাওয়ের অন্য ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা, ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে

উত্তরপ্রদেশের উন্নাওয়ে গত মার্চে পাঁচ জন মিলে ধর্ষণ করে ওই মহিলাকে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকি দু’জন এখনও ফেরার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ১১:২২
Share:

যে জায়গায় পুড়িয়ে মারার চেষ্টা হয় ধর্ষিতাকে। ছবি- পিটিআই

উন্নাও গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েই ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে। প্রায় ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ধর্ষিতাকে ভর্তি করানো হয়েছে লখনউয়ের একটি হাসপাতালে। তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

Advertisement

উত্তরপ্রদেশের উন্নাওয়ে গত মার্চে পাঁচ জন মিলে ধর্ষণ করে ওই মহিলাকে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকি দু’জন এখনও ফেরার।

জামিনে জেল থেকে বেরিয়ে দুই অভিযুক্ত বৃহস্পতিবার তাঁদের বন্ধুদের নিয়ে যান ধর্ষিতার গ্রামে। ওই সময় ধর্ষিতা ছিলেন রেল স্টেশনের কাছে। মা, বাবার সঙ্গে ট্রেনে রায়বঢ়েলীতে যাওয়ার কথা ছিল তাঁর। আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য। তার আগে স্টেশনে গিয়ে তাঁরা ধর্ষিতাকে জোর করে টেনে নিয়ে যান গ্রামের বাইরে একটি ধানখেতে। তার পর তাঁরা ধর্ষিতার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

Advertisement

আরও পড়ুন- মূক ও বধির মহিলাকে ট্রাকে তুলে ধর্ষণের চেষ্টা​

আরও পড়ুন- স্টেথো হাতেই আত্মরক্ষায় তাইকোয়েন্ডোর পাঠ​

খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে ধর্ষিতাকে অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে তাঁকে ভর্তি করানো হয় লখনউয়ের একটি সরকারি হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement