ডিগ্রি ছাড়াই প্রফেসর! বিশেষজ্ঞদের শিক্ষক পদে নিয়োগের নয়া নিয়ম ইউজিসির

বিশ্ববিদ্যালয় এবং অন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুব শীঘ্রই শিক্ষক হিসেবে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়োগ করতে পারবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ২১:০৭
Share:

ইউজিসির ৫৬০ তম বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইল চিত্র।

বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবে। এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার থেকেও বেশি প্রাধান্য দেওয়া বিশেষ ক্ষেত্রে ওই বিশেষজ্ঞের জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতাকে। শিক্ষকদের নতুন একটি বিভাগ তৈরি করে এই নিয়োগের ব্যবস্থা করেছে ইউজিসি। যা নিয়ে আগামী সেপ্টেম্বর মাসেই নোটিফাই করা হবে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

Advertisement

ইউজিসির ৫৬০ তম বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। ইউজিসির ওই বৈঠকে ঠিক হয়েছে, বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক নিয়োগের সংখ্যাকে প্রভাবিত করবে না এই নিয়োগ। তবে এই ধরনের বিশেষজ্ঞ শিক্ষকের সংখ্যা কখনওই মোট শিক্ষকদের ১০ শতাংশের বেশি হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

বিশেষজ্ঞ শিক্ষকদের জন্য তৈরি নতুন বিভাগটির নাম দেওয়া হবে ‘প্রফেসার অফ প্র্যাকটিস’। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার থেকে বেশি গুরুত্ব পাবে বিশেষজ্ঞের নিজ ক্ষেত্রে অভিজ্ঞতা। স্বক্ষেত্রে কম পক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওই বিশেষজ্ঞদের। নিয়োগ হবে প্রযুক্তি, বিজ্ঞান, গণ মাধ্যম, সাহিত্য, বাণিজ্য, সমাজ বিজ্ঞান, চারু কলা, সেনা বিভাগ এবং সিভিল সার্ভিসের ক্ষেত্র থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement