Coronavirus in India

সংক্রমণ কমলেও কোভিড বিধিনিষেধে ঢিলেমি নয়, সব রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের

সংক্রমণ একটু কমে আসায় বেশ কয়েকটি রাজ্য বিধিনিষেধ শিথিল করেছে। বাজার ও অন্যান্য জায়গায় ভিড় জমছে। মানা হচ্ছে না উপযুক্ত আচরণবিধি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৪:২৪
Share:

ফাইল চিত্র

সংক্রমণ একটু কমে আসায় বেশ কয়েকটি রাজ্য কোভিড-সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করেছে। এর ফলে বাজার ও অন্যান্য জায়গায় ভিড় জমছে। মানা হচ্ছে না কোভিডের উপযুক্ত আচরণবিধি। তাতে সংক্রমণ আবারও বাড়তে পারে। এই বিষয়টি উল্লেখ করেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। চিঠিতে রাজ্যগুলিকে কোভিড মোকিবিলায় ৫টি কৌশল নিশ্চিত করার কথা বলেছেন তিনি। ওই ৫টি কৌশল হল-- কোভিডের উপযুক্ত আচরণবিধি মানা, নমুনা পরীক্ষা, আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণ।

কোভিড বিধিনিষেধে ঢিলেমি দেওয়া যাবে না বলে ফের মনে করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। জানিয়েছেন, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার, শারীরিক দূরত্ব মানা সহ যাবতীয় কোভিড বিধিতে জোর দিতে হবে। ভাল্লা আরও জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে কোভিডের শৃঙ্খল ভাঙতে টিকাকরণ গুরুত্বপূর্ণ। তিনি রাজ্যগুলিকে টিকাকরণের গতি বাড়াতে বলেছেন, যাতে কম সময়ে অনেক নাগরিককে টিকা দেওয়া যায়।

চিঠিতে স্বরাষ্ট্রসচিব লিখেছেন, 'দ্বিতীয় ঢেউয়ের সময় বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বিধিনিষেধ আরোপ করেছিল। সক্রিয় রোগীর সংখ্যা কমার সঙ্গে সঙ্গেই অনেকগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। আমি এটা বলতে চাই যে, কেবল মাত্র বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেই বিধিনিষেধ জারি বা শিথিল করা যেতে পারে।' প্রতিটি ক্ষেত্রে করোনাবিধি মানা হচ্ছে কি না, সে দিকেও নজর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement