Union Budget 2025

সরকারি স্কুলে ইন্টারনেট! পাঁচ আইআইটিতে বাড়বে আসন, শিক্ষায় কী কী ‘উপহার’ নির্মলার বাজেটে

বাজেটে শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা চালু করতে চলেছে সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩
Share:
মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করবে কেন্দ্রীয় সরকার।

মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করবে কেন্দ্রীয় সরকার। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

২০২৫ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি। দেশের সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে সরকার। স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা স্থাপন করা হবে। তার মাধ্যমে স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। পড়াতে সুবিধা হবে শিক্ষক-শিক্ষিকাদেরও। এ ছাড়া, প্রযুক্তিবিদ্যায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী। একাধিক আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) আসনসংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন তিনি।

Advertisement

শিক্ষাক্ষেত্রে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হবে। নির্মলা বলেছেন, ‘‘নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য আমরা স্কুল-কলেজে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ চালু করছি। এ ছাড়া, সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।’’

আইআইটির আসনসংখ্যা বৃদ্ধির বিষয়ে নির্মলা জানিয়েছেন, দেশের ২৩টি আইআইটিতে গত ১০ বছরে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। আইআইটিতে পড়ুয়ার সংখ্যা আগে ছিল ৬৫ হাজার, এখন তা বেড়ে হয়েছে ১.৩৫ লক্ষ। ২০১৪ সালের পর থেকে দেশে যে পাঁচটি নতুন আইআইটি তৈরি করা হয়েছে, তাতে আগামী দিনে আরও সাড়ে ছয় হাজার ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ করে দেওয়া হবে। এই আইআইটিগুলির পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেবে সরকার। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বিনিয়োগ করা হবে।

Advertisement

২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবারের বাজেটে বিহারকে দু’হাত ভরে দিয়েছেন নির্মলা। পটনা আইআইটির কথা তিনি বাজেট পড়তে গিয়ে আলাদা করে উল্লেখ করেছেন। এই প্রতিষ্ঠানের পরিকাঠামোগত সম্প্রসারণ করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

মেডিক্যাল কলেজগুলিতেও আসনসংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন নির্মলা। আগামী অর্থবর্ষে দেশের নানা প্রান্তে মেডিক্যাল কলেজে অন্তত ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে। আগামী পাঁচ বছরে মেডিক্যাল কলেজগুলিতে ৭৫ হাজার আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের। এ ছাড়া, বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আলাদা করে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement