National News

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিলমাধব দাভে প্রয়াত

প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিলমাধব দাভে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। দাভের পরিবার সূত্রে খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১০:৫১
Share:

অনিলমাধব দাভে। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিলমাধব দাভে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।

Advertisement

দাভের পরিবার সূত্রে খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বুধবার সন্ধ্যাতেও দাভের সঙ্গে ছিলেন তিনি। অনেকটা সময় ধরে তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয়েও কথাবার্তা হয়েছিল। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার বন্ধু ও শ্রদ্ধেয় সহকর্মী পরিবেশমন্ত্রী দাভেজির মৃত্যুতে ভীষণ শক্‌ড।”

Advertisement

আরও পড়ুন

‘বাবা আমায় বাঁচাও, কিছু করো যাতে আমি বাঁচি’

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বড়নগরে ১৯৫৬-র ৬ জুলাই জন্মগ্রহণ করেন অনিলমাধব দাভে। ইনদওরের গুজরাতি কলেজ থেকে স্নানকোত্তর স্তরের পড়াশোনা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হিসাবে নর্মদা নদীর সংরক্ষণ নিয়ে দীর্ঘ দিন কাজ করেছেন। ২০০৯ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন বিজেপি-র এই নেতা। গত বছর জুলাইয়ে মোদী সরকারের ক্যাবিনেট সম্প্রসারণের পর পরিবেশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হন তিনি।

&

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট।

দাভের মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, “এক জন একনিষ্ঠ জনপ্রতিনিধি হিসাবে দাভেজি স্মরণীয়। পরিবেশ রক্ষার কাজে তাঁর অবদান ভোলার নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement