ওকরাম ইবোবি সিংহ।
অল্পের জন্য জঙ্গি হামলার হাত থেকে রক্ষা পেলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ। সোমবার সকালে উপমুখ্যমন্ত্রী গৈখাংগামকে সঙ্গে নিয়ে ইম্ফল থেকে একটি চপারে করে উখরুল যাচ্ছিলেন ইবোবি। সেখানে একটি হাসপাতাল এবং কয়েকটি কার্যালয়ের উদ্বোধনের কথা ছিল তাঁর।
পুলিশ জানিয়েছে, ঠিক সাড়ে ১০টা নাগাদ উখরুলে হেলিকপ্টারটি নামার কয়েক মিনিটের মধ্যেই কয়েক জন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে মণিপুর রাইফেলসের ২ জওয়ান আহত হয়েছেন। তড়িঘড়ি সেখান থেকে মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের হেলিকপ্টারে ইম্ফলে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
এ দিকে মাগা অধ্যুষিত তাংখুলে নিরাপত্তাবাহিনী তল্লাশি চালানোয় আগে থেকেই চাপা ক্ষোভ ছিল উখরুলে। এ দিন উত্তেজিত জনতা দুটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা এনএসসিএন জঙ্গিগোষ্ঠীর সদস্য।
আরও খবর...