শুধু বর্ষায় নয়, গঙ্গার স্বাদু ইলিশ মিলবে এ বার বছরভর। মিঠে জলে ইলিশ চাষের প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার লোকসভায় সেই ইঙ্গিতই দিয়েছেন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী উমা ভারতী। তিনি জানান, দূষণের কারণে গঙ্গায় ইলিশের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে। উৎপাদন বাড়াতে এ বার স্বাদু জলে ইলিশ চাষের জন্য ফারাক্কা ব্যারেজের কাছে বাঁধ দিয়ে মাছ চাষের নতুন ব্যবস্থা করা হবে। উমার আশা, ‘ফিস ল্যাডার’ নামে এই বিশেষ ব্যবস্থা সফল হলে মধ্যপ্রদেশের চম্বল কিংবা উত্তরপ্রদেশেও মিলবে বাংলার রুপোলি ফসল।