নতুন করোনাভাইরাসের স্ট্রেন পাওয়ার পর ভারত ইতিমধ্যে ব্রিটেন থেকে আগত সমস্ত বিমান বাতিল করে দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই নিয়ম কার্যকর থাকবে।
ব্রিটেন থেকে দিল্লি হয়ে চেন্নাই ফেরত এক ভারতীয়ের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। এখন আশঙ্কা একটাই, আক্রান্তের শরীরে করোনার নতুন স্ট্রেন রয়েছে কি না। সেই কারণেই ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পুণেতে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত ১৪ জন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।
নতুন করোনাভাইরাসের স্ট্রেন পাওয়ার পর ভারত ইতিমধ্যে ব্রিটেন থেকে আগত সমস্ত বিমান বাতিল করে দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই নিয়ম কার্যকর থাকবে। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের খবর পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
ব্রিটেনে করোনা সংক্রমণ কিছুটা জটিল আকার ধারণ করেছে। সন্ধান পাওয়া গিয়েছে নতুন একটি স্ট্রেনের। সেই স্ট্রেন নিয়ে ব্রিটেন-সহ অন্য দেশগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। যদিও কেন্দ্র ঘোষণা করেছে, এই নিয়ে ভারতীয়দের আতঙ্কের কোনও কারণ নেই। টিকা বিশেষজ্ঞরাও জানিয়েছে, এই স্ট্রেনের বিরুদ্ধেও করোনার টিকা কাজ করতে পারে, তাই অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণ নেই।
আরও পড়ুন: বিবেকানন্দের জন্মদিনে ফের বঙ্গসফরে আসতে পারেন অমিত
আরও পড়ুন: আল কায়দা জঙ্গি যোগ সন্দেহে এনআইএর হাতে ধৃত ১ জলঙ্গিতে