আলিগড়, বিএইচইউ থেকে ‘হিন্দু’, ‘মুসলিম’ বাদ দেওয়ার সুপারিশ ইউজিসির

দেশজুড়ে ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে তদন্তের জন্য একটি কমিটি তৈরি করতে ইউজিসিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সেই তালিকায় ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ১৫:৪৯
Share:

বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) থেকে ‘হিন্দু’ এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (এএমইউ) থেকে ‘মুসলিম’ শব্দ দু’টি বাদ দেওয়ার প্রস্তাব দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এএমইউ-এর অডিট রিপোর্টে সুপারিশের কলামে এই প্রস্তাব দিয়েছে ইউজিসির প্যানেল।

Advertisement

আরও পড়ুন: এগুলিই বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়

দেশজুড়ে ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে তদন্তের জন্য একটি কমিটি তৈরি করতে ইউজিসিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সেই তালিকায় ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও। নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির ওই কমিটির এক সদস্য বলেন, “কেন্দ্রের অনুদান পাওয়া যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে। বিএইচইউ বা এএমইউ-এর মতো বিশ্ববিদ্যালয়গুলিতে ‘হিন্দু’ বা ‘মুসলিম’ শব্দগুলি থাকলে তাতে এই ধর্ম নিরপেক্ষ ভাবনার মূলে আঘাত করে। তাই আমরা এই শব্দগুলি বাদ দেওয়ার প্রস্তাব করেছি।” এই বিশ্ববিদ্যালয়গুলির নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাতাদের নামে করারও সুপারিশ করেছে ইউজিসি।

Advertisement

আলিগড় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, এখানকার প্রাক্তনীরাই এখানে শিক্ষকতা করার সুযোগ পান। সেই সংক্রান্ত রিপোর্টও জমা দিয়েছে এই প্যানেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement