Pahalgam Terrorist Attack

পহেলগাম: বিতর্কিত মন্তব্যে গ্রেফতার ইউডিএফ বিধায়ক

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আমিনুলকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ০৮:৩৩
Share:
আমিনুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ।

আমিনুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। —প্রতীকী চিত্র।

পহেলগামের জঙ্গি হামলা নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় অসমে ধিং-এর ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। আমিনুল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারসভায় পহেলগাঁম ও ২০১৮ সালের পুলওয়ামা হামলাকে এক সুতোয় বেঁধে বলেন, ‘‘সরকার যদি সত্য প্রকাশ করতে ব্যর্থ হয়, তা হলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উভয়ই এই দুটি হামলার পিছনে ছিলেন এবং ভোটারদের মেরুকরণ তথা রাজনৈতিক লাভের জন্য এই ঘটনাকে ব্যবহার করেছিলেন তাঁরা।”

Advertisement

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আমিনুলকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হিমন্ত বলেন, ‘‘ভারতবিরোধী ও বিভেদকামী শক্তিদের সতর্ক করছি, অসমের মাটিতে বসবাসকারী কেউ যদি পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সমর্থন করে, তবে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।’’ তাঁর হুঁশিয়ারি, সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষে ও ভারতের বিপক্ষে কিছু লিখলেও ব্যবস্থা নেবে পুলিশ।

ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলও আমিনুলের বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে ও দলকে দূরে সরিয়ে বলেন, ‘‘আমিনুলের বক্তব্য দুর্ভাগ্যজনক। তবে সেগুলি আমিনুলের ব্যক্তিগত মতামত। দল ইতিমধ্যেই হামলার নিন্দা করে বিবৃতি জারি করেছে। আমরা রাজ্য সরকারের সঙ্গে আছি, কারণ সন্ত্রাসবাদীদের কোনও জাতি বা ধর্ম হয় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement