Kunal Kamra And Eknath Shinde Controversy

‘কুণাল সত্য বলেছেন, গদ্দারই তো বলবেন’! কৌতুক-বিতর্কে কামরাকে সমর্থন উদ্ধব ঠাকরের

কৌতুকশিল্পী কুণাল কামরার পাশে দাঁড়ালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উদ্ধবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। তিনি জানান, কুণাল যথার্থই বলেছেন। তিনি গানে গানে ‘সত্যি’ বলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:০০
Share:
Kunal Kamra Controversy

(বাঁ দিকে) কুণাল কামরা। উদ্ধব ঠাকরে (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিদ্রুপাত্মক গান বেঁধে আবার বিতর্কে জড়িয়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। তবে তাঁর পাশে দাঁড়ালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উদ্ধবসেনার প্রধান উদ্ধব ঠাকরে।

Advertisement

‘নয়া ভারত’ অনুষ্ঠানে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করার সময় তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে কটাক্ষ করেছেন, এই অভিযোগে শুরু হয়েছে শোরগোল। যে স্টুডিয়োয় কৌতুক অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে ভাঙচুর চালান শিবসেনার কয়েক জন কর্মী। সব মিলিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস কুণালকে ক্ষমা চাইতে বলেন। যদিও কুণাল জানিয়েছেন, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। এই বিতর্কে কুণালের পাশে দাঁড়ালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানান, কুণাল যথার্থই বলেছেন। তিনি গদ্দারকে গদ্দার বলে মহারাষ্ট্রের সাধারণ মানুষের ভাবনাকে প্রকাশ করেছেন মাত্র।

বস্তুত, ২০২২ সালের জুলাই মাসে উদ্ধবের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা থেকে অনুগত বিধায়কদের ভাঙিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান শিন্দে। পরিষদীয় শক্তির বিচারে শিন্দের সেনাকেই ‘আসল’ শিবসেনার তকমা দেয় নির্বাচন কমিশন। কুণাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কৌতুক করতে গিয়ে শিন্দের নাম নেননি। গানে গানে এক জন ‘রিকশাওয়ালা’ বলেছেন। ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছেন। তাঁর কটাক্ষ, এক জনের বাবাকে চুরি করে আর এক জন বড় হয়েছেন।

Advertisement

ওই বিতর্কে উদ্ধব বলেন, ‘‘কামরার গানে ব্যঙ্গ নেই, পুরোটাই সত্যি। উনি ভুল কিছু করেননি। সাধারণ মানুষের আবেগের কথাই বলেছেন। আমি তো এখনও বলছি, ওরা গদ্দার।’’ পাশাপাশি, কুণালকে ক্ষমা চাওয়ার পরামর্শ দেওয়ার জন্য মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন প্রাক্তন। উদ্ধব বলেন, কুণালকে ক্ষমা চাইতে না বলে যাঁরা স্টুডিয়োয় ভাঙচুর চালালেন, তাঁদের শাস্তির দিকটা দেখুন মুখ্যমন্ত্রী। বলে দিন, ভাঙচুরের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।’’

বস্তুত, কুণাল নিজে পুলিশকে জানিয়েছেন, একমাত্র আদালত নির্দেশ দিলেই তিনি ক্ষমা চাইবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement