Shivsena

Uddhav Thackeray: সেনা-সাংসদদের ‘চাপে’ এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদীকে সমর্থনের ভাবনা উদ্ধবের!

দলের সাংসদদের দাবি মেনে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে পারেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৩:১৮
Share:

ফাইল চিত্র।

দলের বিধায়কদের পর এ বার সাংসদদের নিয়ে বিড়ম্বনায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিন্ডে শিবিরের বিদ্রোহের আঁচ থাকতে থাকতেই এ বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী-সমর্থন নিয়ে সঙ্কটে পড়লেন বালাসাহেব-পুত্র। সূত্রের খবর, দলীয় সাংসদদের ‘চাপে’ এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে পারেন উদ্ধব।

Advertisement

সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে উদ্ধবের সঙ্গে বৈঠক করেন সেনার সাংসদরা। ওই বৈঠকে অধিকাংশ সাংসদই জানান, তাঁরা দ্রৌপদীকে সমর্থনের পক্ষে। কারণ, দ্রৌপদী মুর্মু জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। মহারাষ্ট্রে বিপুল সংখ্যক জনজাতি সম্প্রদায়ের সদস্য রয়েছেন।

এর আগে, বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিন্‌হাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা। দলের সাংসদদের ‘মন রাখতে’ শেষ পর্যন্ত দ্রৌপদীকে উদ্ধব সমর্থন জানালে বিরোধী জোটে তাঁর ভূমিকা প্রশ্নের মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

শিবসেনার সাংসদদের মধ্যে বিদ্রোহের আঁচ যাতে এসে না পড়ে, সে কারণেই এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থনের ব্যাপারে উদ্ধব সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন শিবসেনার একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement