সহপাঠীকে গুলি করে খুন ছাত্রের। প্রতীকী ছবি।
দশমের বোর্ডের পরীক্ষায় উত্তরপত্র দেখানোর জন্য অনুরোধ করেছিল এক ছাত্র। কিন্তু দুই সহপাঠীই জানিয়ে দেয়, তারা দেখাতে পারবে না। আর তার জেরেই ওই দু’জনকে পরীক্ষাকেন্দ্রের বাইরে গুলি করার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি বিহারের রোহতাস জেলার।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অমিত কুমার নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সঞ্জিত কুমার। রোহতাসের পুলিশ সুপার রৌশন কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার ছিল বোর্ডের পরীক্ষা। বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল সে দিন। অমিত এবং সঞ্জিত পরীক্ষা দিয়ে অটো করে বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত ছাত্র অটো থামায়। তার পর অমিত আর সঞ্জিতকে গুলি করে পালিয়ে যায়। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার সময় মৃত্যু হয় অমিতের। সঞ্জিতের অবস্থা সঙ্কটজনক।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সংস্কৃত পরীক্ষা থেকে ঝামেলার সূত্রপাত। ওই দিন পরীক্ষার উত্তরপত্র দেখাতে বলেছিল অভিযুক্ত ছাত্র। কিন্তু অমিত এবং সঞ্জিত তা দেখাতে অস্বীকার করে। অভিযোগ, তার পরই দু’জনকে শাসায় অভিযুক্ত ছাত্র। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিন হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। কিন্তু অন্য ছাত্রদের মধ্যস্থতায় সে দিন বিষয়টি থেমে যায়। বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে ফেরার পথে অমিত এবং সঞ্জিতকে গুলি করা হয়।
অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সে দাবি করেছে, এক বছরেরও বেশি সময় ধরে অমিত এবং সঞ্জিত তাকে নানা ভাবে হেনস্থা করছিল। তবে অভিযুক্তের দাবি কতটা সত্য তা খতিয়ে দেখছে পুলিশ।