ঝাড়খণ্ডে মাওবাদী হামলা। — ফাইল চিত্র।
স্বাধীনতা দিবসের আগের দিন মাওবাদীদের গুলিতে নিহত হলেন দুই জওয়ান। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সিংভূমের তন্ত এলাকায়। এমনটাই জানা গিয়েছে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে। নিহতেরা ঝাড়খণ্ডের জাগুয়ার পুলিশ বাহিনীর জওয়ান।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিহত দুই জওয়ানের নাম অমিত তিওয়ারি এবং গৌতম কুমার। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হন তাঁরা। পরে তাঁদের মৃত্যু হয়। সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন পশ্চিম সিংভূম জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর।
পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে ওই এলাকায় মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। জখম হয়েছিলেন এক জন। এর পর সেখানে শুরু হয় তল্লাশি অভিযান। সেই অভিযানে গুলি বিনিময় হয় মাওবাদীদের সঙ্গে। শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডেরই লাতেহারেরবালুমঠ থানা এলাকায় মাওবাদীদের গুলিতে মৃত্যু হয়েছিল রাজেন্দ্র প্রসাদ সাহু নামে এক বিজেপি নেতার। তাঁর পা, কোমর এবং পেটে গুলি লেগেছিল।