uttarpradesh

Uttarpradesh: ভরা বাজারে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি! উত্তরপ্রদেশে গ্রেফতার দুষ্কৃতী

উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায় দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই সাংবাদিক চিকিৎসাধীন। গ্রেফতার অভিযুক্তরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ০৭:৩৫
Share:

প্রতীকী ছবি।

ভিড়ে ঠাসা বাজারে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায়। গুলিবিদ্ধ দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদেরও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কালিয়ারি বাজার এলাকায় বাইকে করে এসে কয়েক জন দুষ্কৃতী দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই সাংবাদিক স্থানীয় একটি সংবাদপত্রে কর্মরত।

এই ঘটনা প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রণব শ্রীবাস্তব বলেছেন, ‘‘একটি হোটেলে বসেছিলেন দুই সাংবাদিক শ্যামসুন্দর পাণ্ডে ও লাড্ডু পাণ্ডে। সে সময়ই বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়।’’ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গুলিবিদ্ধ দুই সাংবাদিককে বারাণসীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement