কর্নাটকে লাইনচ্যুত দুরন্ত এক্সপ্রেস, মৃত দুই

কর্নাটকের কালবুর্গির কাছে রেল দুর্ঘটনার মৃত্যু হল দু’জনের। আহত অন্তত আট জন। শুক্রবার গভীর রাতে কর্নাটকের কালবুর্গি থেকে কুড়ি কিলোমিটার দূরে মার্তুরের কাছে হায়দরাবাদ থেকে মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসের ন’টি কামরা লাইনচ্যুত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫২
Share:

লাইনচ্যুত দুরন্ত এক্সপ্রেস। ছবি: টুইটার।

কর্নাটকের কালবুর্গির কাছে রেল দুর্ঘটনার মৃত্যু হল দু’জনের। আহত অন্তত আট জন।

Advertisement

শুক্রবার গভীর রাতে কর্নাটকের কালবুর্গি থেকে কুড়ি কিলোমিটার দূরে মার্তুরের কাছে হায়দরাবাদ থেকে মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসের ন’টি কামরা লাইনচ্যুত হয়। কালবুর্গির পুলিশ সুপার অমিত সিংহ বলেন, “মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের ন’টি কামরা লাইনচ্যুত হয়। রাত সওয়া দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আহতদের শোলাপুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত গতিতে চলছে উদ্দারকাজ।”

দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দু’লক্ষ, গুরুতর আহতদের ৫০ হাজার এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটারে জানান, ‘দুরন্ত এক্সপ্রেসে দুর্ঘটনায় অত্যন্ত ব্যথিত। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পৌঁছেছে মেডিক্যাল রিলিফ টিম। দুর্ঘটনায় নিহত এবং আহতদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে রেল। ট্রেনের বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার এবং ডিআরএম-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি।’

Advertisement

রেলের তরফ থেকে বেশ কয়েকটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল

গুলবর্গা: ০৮৪৭২২৫৫০৬৬/২২৫৫০৬৭

সেকেন্দ্রাবাদ: ০৪০২৭৭০০৯৬৮

শোলাপুর: ০২১৭২৩১৩৩৩১

ছত্রপতি শিবাজি টার্মিনাস: ০২২২২৬৯৪০৪০

লোকমান্য তিলক টার্মিনাস: ০২২ ২৫২৮০০০৫

কল্যাণ: ০২৫১২৩১১৪৯৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement