বিজেপি সভাপতি অমিত শাহের টুইটার প্রোফাইল। ছবি- টুইটারের সৌজন্যে।
বিজেপি সভাপতি অমিত শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি বৃহস্পতিবার রাতে কিছু ক্ষণের জন্য উধাও হয়ে যায়। টুইটারে অমিতের ‘ফলোয়ার’-এর সংখ্যা ২ কোটি ৩০ লক্ষ। অমিত নিজেও ‘ফলো’ করেন ২৯৬ জনকে। ফলে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রোফাইল ছবিটি উধাও হয়ে যায় টুইটারে শোরগোল পড়ে যায়। পরে অবশ্য ছবিটি ফিরে আসে তাঁর টুইটার অ্যাকাউন্টে।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, কপিরাইট ইস্যুতেই গত কাল রাতে কিছু ক্ষণের জন্য অমিতের অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল।
টুইটারের তরফে জানানো হয়েছে, যে কারও অ্যাকাউন্টের প্রোফাইল ছবির ক্ষেত্রে সেই ছবিটি বা ছবিগুলি যাঁরা তুলেছেন তাঁরা একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কপিরাইট দেন। সে ক্ষেত্রে ছবির বিষয়বস্তু নয় কপিরাইটের অধিকার থাকে ফোটোগ্রাফারেরই।
আরও পড়ুন: জেএনইউ-এ স্বামীজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, প্রতিবাদ ছাত্র সংসদের
আরও পড়ুন: ৩০০ ভরি সোনায় কালীকে সাজিয়ে কী চাইলেন অনুব্রত
টুইটারের এক মুখপাত্র বলেছেন, ‘‘বিশ্বে আমরা যে কপিরাইট নীতি মেনে চলি সেই অনুসারে আমাদের কিছু ভুল হয়ে গিয়েছিল। তাই আমরা কিছু ক্ষণের জন্য ওই অ্যাকাউন্ট (অমিত শাহের) ‘লক’ করে দিয়েছিলাম। কিছু ক্ষণ পরেই অবশ্য অ্যাকাউন্টটি ফের চালু করা হয়। এখন সেটি চালুই রয়েছে।’’
ও দিকে, টুইটার কর্তৃপক্ষ লেহ জেলাকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে না দেখিয়ে কেন তাকে জম্ম-কাশ্মীরের অংশ বলে দেখিয়েছে তার কারণ দর্শানোর জন্য টুইটার কর্তৃপক্ষের কাছে গত কালই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
এর জন্য কেন তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তা টুইটার কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন। টুইটার কর্তৃপক্ষকে আগামী ৫ দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে।