ছবি: সংগৃহীত।
এ বার বদলে যেতে চলেছে রেলের টিকিট পরীক্ষকদের উর্দির রং। অর্থাত্ চিরাচরিত কালো ব্লেজার, সাদা শার্ট-প্যান্টে আর দেখা যাবে না তাঁদের।
রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছেন, অবিলম্বে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে নতুন ইউনিফর্ম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পরে তা চালু হবে বাকিদের ক্ষেত্রেও। তাঁর মতে, টিকিট পরীক্ষকরাই রেলের ‘ফ্রন্টলাইন স্টাফ’। যাত্রীদের সঙ্গে জনসংযোগ রক্ষার প্রথম ধাপেই থাকেন এঁরা। তাই প্রথমে টিকিট পরীক্ষকদের ‘দর্শনধারি’ করে তুলতে এবং শতাব্দি প্রচীন উর্দির একঘেয়েমি কাটাতে এর রঙে বদল আনা হচ্ছে।
কেমন হবে নতুন এই ইউনিফর্ম?
সাদা ফুলশার্ট, কালোর বদলে গাঢ় ধুসর রঙের কোট আর কোটের হাতের কব্জির কাছে থাকবে তিনটি সোনালি রঙের স্ট্রাইপ। কোটের পকেটে রেলের লোগো থাকবে। গাঢ় ধুসর রঙের প্যান্ট, গাঢ় ধুসর রঙের ওয়েস্ট কোটের বুকেও থাকবে ভারতীয় রেলের লোগো। ওয়েস্ট কোটের পকেটে থাকবে সোনালি রঙের পাইপিং। সঙ্গে লাল রঙের টাই-তেও থাকবে রেলের লোগো।
আরও পড়ুন: দিল্লি মেট্রোয় হেনস্থা জওয়ানদের, দেখুন ভিডিও
আধার নিয়ে কমিটিতে আলোচনায় না বিজেপির
বছর খানেক আগে ফ্যাশান ডিজাইনার রিতু বেরিকে রেলকর্মীদের নতুন পোশাক ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, শুধু পোশাকেই নয়, টিকিট পরীক্ষকদের আচরণবিধিতেই কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে রেল।