Urinating case

মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মত্ত টিকিট পরীক্ষকের, চলন্ত ট্রেনেও বিমানকাণ্ডের ছায়া

অমৃতসর থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনে ছিলেন অমৃতসরের বাসিন্দা এক যুবক এবং তাঁর স্ত্রী। অভিযোগ, টিকিট পরীক্ষক মহিলার গায়ে প্রস্রাব করেছেন। অভব্য আচরণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১২:২০
Share:

যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ট্রেনের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অমৃতসর থেকে কলকাতাগামী ট্রেনের ওই অভিযুক্ত টিকিট পরীক্ষককে রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

ঘটনাটি অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখ্‌ত এক্সপ্রেস ট্রেনের। সেই ট্রেনের এ-১ কামরায় ছিলেন অমৃতসরের বাসিন্দা রাজেশ এবং তাঁর স্ত্রী। রবিবার রাতে রাজেশের স্ত্রী অভিযোগ করেন, তাঁর গায়ে টিকিট পরীক্ষক প্রস্রাব করেছেন। মত্ত অবস্থায় অভব্য আচরণের অভিযোগও উঠেছে। এর পর সোমবার সকালে রাজেশ উত্তরপ্রদেশের চারবাগের কাছে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

চারবাগের রেলপুলিশের ইনস্পেক্টর নবরত্ন গৌতম জানান, রবিরাত মধ্যরাতে মহিলা তাঁর আসনে শুয়ে ছিলেন। সেই সময় তাঁর মাথায় প্রস্রাব করেন মত্ত টিকিট পরীক্ষক। অন্য যাত্রীরা অভিযুক্তকে তখনই ধরে ফেলেন। পরের দিন সকালে মহিলা ট্রেনের সতর্কতামূলক অ্যালার্ম বাজান। রেলপুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেলপুলিশ। তিনি ওই দিন সত্যিই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এক পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। চাকরিও হারান অভিযুক্ত। এ বার বিমানের মতো ট্রেনেও অনুরূপ ঘটনার কথা প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement