Presidential Election

Presidential Election: বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানাল কেসিআরের টিআরএস

বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানাল কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। ১৮ জুলাই নির্বাচন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১০:৪৮
Share:

ফাইল চিত্র।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানাল কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)। যশবন্তের মনোনয়ন-পর্বে উপস্থিত থাকবেন তেলঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও।

Advertisement

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী কাকে করা হবে এ নিয়ে বিরোধীদের বৈঠক ডেকে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই বৈঠকে কংগ্রেস যোগ দেওয়ায়, তারা থাকবে না বলে জানিয়েছিল টিআরএস। কেসিআর বলেছিলেন, ‘‘কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসার কোনও প্রশ্নই নেই।’’ বৈঠকে না থাকলেও শেষ পর্যন্ত বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীকেই সমর্থন জানাল তাঁর দল।

Advertisement

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এ বার এনডিএ থেকে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। রাইসিনা হিলে আগামী দিনে কে পা রাখবেন, তা জানা যাবে ২১ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement