News Of The Day

সংসদে বিরোধীদের একাংশ কি বিক্ষোভ দেখাবেন আজও। হামাস গোষ্ঠীর হামলা। আর কী কী নজরে

গত কয়েক দিন ধরে সংসদের ভিতরে এবং বাইরে সরব হয়েছে ডিএমকে। বৃহস্পতিবারও ডিএমকে সাংসদেরা বিক্ষোভ দেখিয়েছেন। স্লোগান লেখা পোশাক পরে লোকসভায় প্রবেশ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৮:০২
Share:

—ফাইল চিত্র।

সংসদে বিরোধীদের একাংশ কি বিক্ষোভ দেখাবেন আজও, লোকসভায় হুইপ জারি বিজেপির

Advertisement

জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলিতে সাংসদ সংখ্যা কমে যেতে পারে মনে করছে দক্ষিণের অবিজেপি দলগুলি। তা নিয়ে গত কয়েক দিন ধরে সংসদের ভিতরে এবং বাইরে সরব হয়েছে ডিএমকে। বৃহস্পতিবারও ডিএমকে সাংসদেরা এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। স্লোগান লেখা পোশাক পরে লোকসভায় প্রবেশ করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা তাতে আপত্তি জানালে শুরু হয় হট্টগোল। ডিএমকের হট্টগোলে বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষ মুলতুবি হয়ে যায়। এর পর আজ সংসদে ডিএমকের কী ভূমিকা থাকে, সে দিকে নজর থাকবে। পাশাপাশি, শুক্রবার লোকসভায় দলের সব সাংসদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। গত মাসে সংসদে পেশ হওয়া বাজেট আজ লোকসভায় পাশ করাতে চাইছে তারা। সেই কারণেই এই হুইপ জারি করেছে বিজেপি।

গাজ়ায় মৃত্যু সংখ্যা ৬০০ ছুঁইছুঁই, পাল্টা হামলা শুরু হামাস গোষ্ঠীর

Advertisement

ইজ়রায়েলি হামলায় গাজ়া ভূখণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০০-র কাছাকাছি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে অন্তত ৯১ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশু এবং নারীও। ইজ়রায়েল নতুন করে হামলা শুরুর প্রথম ৪৮ ঘণ্টায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের পাল্টা আক্রমণ দেখা যায়নি। তবে এ বার পাল্টা হামলা শুরু করেছে হামাস গোষ্ঠীও। বৃহস্পতিবার প্যালেস্টাইনপন্থী ওই গোষ্ঠী জানিয়েছে, তারাও ইজ়রায়েলের দিকে রকেট বর্ষণ শুরু করেছে। এই পরিস্থিতিতে নতুন করে সংঘর্ষবিরতি নিয়ে কোনও আলোচনার পথ খোলে কি না, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এখনও অধরা শান্তি চুক্তি, মস্কোকে চাপে রাখছে ইউরোপীয় দেশগুলি

রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করেছে আমেরিকা। আমেরিকার দেওয়া ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন আগেই রাজি হয়েছে। পরে রাশিয়াকেও সাময়িক যুদ্ধবিরতির জন্য রাজি করে নেয় আমেরিকা। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। আমেরিকার সঙ্গে পৃথক পৃথক বৈঠক হলেও ইউক্রেন বা রাশিয়া এখনও যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি বসেনি আলোচনায়। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এই অনিশ্চয়তার মাঝে একে অন্যের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে মস্কো এবং কিভ। শান্তিচুক্তির পথে বিঘ্ন ঘটলে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য ব্রিটেন তৈরি রয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আবারও রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

আইপিএল শুরুর আগে রাহানে, কোহলিদের খবর

কাল শনিবার শুরু আইপিএল। ৬৫ দিনের প্রতিযোগিতা শুরু হচ্ছে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে। অজিঙ্ক রাহানে, বরুণ চক্রবর্তীদের প্রস্তুতি চলছে জোর কদমে। বিরাট কোহলিরাও চলে এসেছেন শহরে। দুই দলের সব খবর।

কালবৈশাখীর সম্ভাবনা রাজ্য জুড়ে, কোথায় কেমন বৃষ্টি

বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা। সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। আজ আবহাওয়া কেমন থাকে, তার দিকে নজর থাকবে।

বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজ়িলের ম্যাচ

আগামী বছর ফুটবল বিশ্বকাপ। তার যোগ্যতা অর্জন পর্বে আজ রয়েছে ব্রাজিলের খেলা। ঘরের মাঠে ব্রাজিলকে খেলতে হবে কলম্বিয়ার সঙ্গে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। প্রথম ছ’টি দল সরাসরি প্লে-অফে যাবে। ফলে আজ জিততে না পারলে সমস্যায় পড়বে ব্রাজিল। খেলা শুরু ভোর ৬:১৫ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় বাঁচানোর লড়াইয়ে পাকিস্তান

আজ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় বাঁচাতে নামছে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ০-২ পিছিয়ে তারা। প্রথম ম্যাচে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছে নিউ জ়িল্যান্ড। আজ খেলা শুরু সকাল ১১:৪৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement