গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
নিম্ন ও মধ্যবিত্তের মেগা প্রাপ্তি! তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে কী রয়েছে ঝুলিতে
আজ সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট বক্তৃতা করবেন তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এ বারই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তাঁর সরকার। ফলে ২০২৫-’২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে চড়েছে প্রত্যাশার পারদ। আজ সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। তার আগে প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে যাবেন তিনি। সেখানে বাজেট পেশের অনুমতি নেওয়ার পর সংসদের দিকে রওনা হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত বছর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে ছ’বার পূর্ণাঙ্গ ও দু’বার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বাইপাস-কাণ্ড: কোন পথে তদন্ত, পুলিশের নজরে কী
বাইপাস-কাণ্ডে নিহত তরুণী রফিয়া সাকিল শেখের মৃত্যু-তদন্তে এখনও পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নেই পুলিশের কাছে। তারা জানতে পেরেছে, বৃহস্পতিবার রাতে এক ব্যক্তির সঙ্গে বাইপাসের ধারের একটি চায়ের দোকানে বসেছিলেন রফিয়া। সেখানেই তাঁর উপর হামলা চলে। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই ব্যক্তি। খুনের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে মনে করছেন না তদন্তকারীরা। তবে পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে ঠিক কী ঘটেছিল, রফিয়ার সঙ্গে তাঁর কী সম্পর্ক, আলাপ কী ভাবে, সব প্রশ্নের জবাব মিলতে পারে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। বাইপাস-কাণ্ডের তদন্ত কোন পথে এগোয় আজ নজর থাকবে সে দিকে।
রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে সনিয়ার মন্তব্যে বিতর্ক
শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় প্রথামাফিক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ৫৯ মিনিট বক্তৃতা করেন তিনি। অধিবেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সনিয়া গান্ধী বলেছিলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’’ সনিয়ার মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সনিয়ার কটাক্ষের জবাবও দিয়েছে রাষ্ট্রপতি ভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতিক্রিয়া দিয়েছেন। আজ এই বিতর্ক নিয়ে রাজনৈতিক চাপানউতরের দিকে নজর থাকবে।
কুম্ভমেলায় নিখোঁজদের সন্ধান মিলবে কি
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত বাংলার ছ’জন বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ অনেকেই। আদৌ তাঁরা বেঁচে আছেন কি না, তা নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলি। তাঁদের খোঁজ মেলে কি না, আজ নজর থাকবে সেই দিকেও।
আরও পশ্চিমি ঝঞ্ঝার পূর্বাভাস, শীত কি এ বার বিদায় নেবে
চলতি মরসুমে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই শীত বিদায়ের ক্ষণ উপস্থিত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ১ এবং ৩ ফেব্রুয়ারি। এই পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বেড়ে গিয়েছে। এর ফলে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। তবে মাসের মাঝামাঝি সময়েই শীত এ বছরের মতো বিদায় নিতে পারে।