ত্রিপুরার মাটিতে দলকে আরও শক্তিশালী করার পথ খুঁজতে কর্মিসভা করল তৃণমূল কংগ্রেস। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওই সভায় উপস্থিত ছিলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে সামিল হওয়া বিধায়ক সুদীপ রায়বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, ত্রণোজিৎ সিংহরায়, বিশ্ববন্ধু সেন। তৃণমূলের রাজ্য সভাপতি রতন চক্রবর্তী জানান, অসুস্থ থাকায় বিধায়ক দিলীপ সরকার কর্মিসভায় হাজির থাকতে পারেননি।
রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় হাজার দেড়েক কর্মী উপস্থিত ছিলেন। রতনবাবু জানান, আগামী দিনে দলের কর্মপদ্ধতি কী হবে, তা আলোচনা হয়। এ দিন বড়জলা কেন্দ্রের দলত্যাগী কংগ্রেস নেতা জিতেন সরকারের কুশপুতুল পোড়ানো হয়। ওই বিক্ষোভে ছিলেন দলের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়।