TMC

১০০ দিনের কাজ নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিস

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, গতকালের ভিডিয়ো টেপ এবং মন্ত্রীদের বক্তব্যের নথি সংগ্রহের কাজ চলছে। শুধু মাত্র বাংলার বঞ্চনার বিষয়টি না রেখে সরকারপক্ষের সামগ্রিক বক্তব্যের সূত্র ধরেই এই নোটিস দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ০৯:০৯
Share:

— প্রতীকী চিত্র।

লোকসভায় একশো দিনের কাজ নিয়ে সরকারের বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেওয়ার পরিকল্পনা নিয়ে চলছে তৃণমূল। এখনও পর্যন্ত স্থির রয়েছে, এই নোটিস দেবেন দলের মথুরাপুরের সাংসদ বাপী হালদার, যাঁর লিখিত প্রশ্নের জেরেই মঙ্গলবার সংসদ মুলতুবি হয়। অন্য দিকে, কংগ্রেসের লোকসভার মুখ্যসচেতক মানিকম টেগোর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানির বিরুদ্ধে আজ স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিয়েছেন। কংগ্রেসের বক্তব্য, ‘মন্ত্রী অধিবেশন কক্ষে ভুল তথ্য দিয়ে লোকসভাকে বিভ্রান্ত করেছেন। পেম্মাসানি বলেছেন, একশো দিনের কাজে উত্তরপ্রদেশ তামিলনাড়ুর থেকে কম টাকা পেয়েছে। কিন্তু মন্ত্রকেরই লিখিত জবাবে দেওয়া সরকারি তথ্য অন্য কথা বলছে।’

Advertisement

অন্য দিকে, তৃণমূল সূত্রে জানানো হয়েছে, গতকালের ভিডিয়ো টেপ এবং মন্ত্রীদের বক্তব্যের নথি সংগ্রহের কাজ চলছে। শুধু মাত্র বাংলার বঞ্চনার বিষয়টি না রেখে সরকারপক্ষের সামগ্রিক বক্তব্যের সূত্র ধরেই এই নোটিস দেওয়া হবে। সে ক্ষেত্রে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর তুলনার দিকটিও থাকতে পারে। আজ রাজ্যসভায় ব্যাঙ্কিং বিল নিয়ে বলতে উঠে তৃণমূলের সাকেত গোখলে বলেন, “আমার রাজ্য পশ্চিমবঙ্গকে মনরেগা, কেন্দ্রীয় আবাস এবং অন্যান্য যোজনার বকেয়া টাকা বাকি রেখে বঞ্চিত করা হয়েছে। ২০২১ সাল থেকে জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টসে গরীব মানুষরা নিজেদের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement