পুজো কমিটিকে আয়কর নোটিস দেওয়া নিয়ে এ বার তোপ ফিরহাদ হাকিমের। —ফাইল চিত্র।
অসমের বাংলাভাষীদের পাশে আছে তৃণমূল। এই আশ্বাসবাণী নিয়েই অসমে লোকসভা ভোটের প্রচার অভিযান শুরু করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। জানিয়ে দিলেন, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অসমের বাংলাভাষীদের চিন্তা নেই।
অসমের দরং জেলার বটাবাড়ি গ্রামে বুধবার প্রচার শুরু করে তৃণমূল। সংখ্যালঘু, বাংলাভাষী এলাকায় বক্তৃতা করতে গিয়ে ফিরহাদ বলেন, ‘‘বাংলায় সব ধর্মের, সব রাজ্যের মানুষ নিশ্চিন্তে বসবাস করছেন। কিন্তু অসমে ৪০ লক্ষ বাঙালি, বিহারি, নেপালিকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’’ তাঁর অভিযোগ, সব নথি থাকা সত্ত্বেও ঘুষ না দিলে অসমের সরকারি অফিসারেরা দরিদ্র বাংলাভাষীদের বিদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। এ দিনের সভায় ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভার সাংসদ শান্তনু সেন।
রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, নাগরিকত্ব বিলকে তৃণমূল সমর্থন না করায় অসমে তাদের ‘হিন্দু বাঙালি বিরোধী’ হিসেবে চিহ্নিত করছে কোনও কোনও পক্ষ। এর জবাবে ফিরহাদের মন্তব্য, ‘‘ভারতের ভোটার হওয়া সত্ত্বেও কেন আমায় নিজেকে বিদেশি বলে মেনে নিতে হবে এবং ৬ বছর ধরে এ দেশে থাকার মুচলেকা দিয়ে নতুন করে ভারতীয় হওয়ার আবেদন করতে হবে? এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলনেত্রী রুখে দাঁড়িয়েছেন।’’ তাঁর আরও বক্তব্য, “আমারা অসমিয়াদের বিরুদ্ধ নই। অসমের অনেকে বাংলায় আছেন, তাঁরাও নাগরিকত্ব বিল সমর্থন করেন না।”