অনলাইনে ট্রেনের টিকিট কাটলে যাত্রীদের যে পরিষেবা করে ছাড় দেওয়া হচ্ছিল, সেই সুযোগ ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে। গত ২৩ নভেম্বরের পর থেকেই ট্রেনযাত্রীদের ওই সুযোগ দেওয়া হচ্ছিল। যার সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত। এ বার তা আরও তিন মাস বাড়ানো হল। রেলমন্ত্রক সূত্রে শনিবার এ কথা জানানো হয়েছে। ওই পরিষবা করের পরিমাণ ছিল টিকিট-পিছু ২০ থেকে ৪০ টাকার মধ্যে।
আরও পড়ুন- শুধু ‘পদ্ম’ ছাপ স্লিপ বেরচ্ছে ইভিএম থেকে! রিপোর্ট চাইল কমিশন