Cash Recovery from Judge House

‘নগদকাণ্ড’: বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন রাজ্যের হাই কোর্টের বিচারপতি

দোলের ছুটি চলাকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে প্রচুর পরিমাণে হিসাব-বহির্ভূত টাকা উদ্ধার করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতেই তিন সদস্যের কমিটি গঠন করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২২:১৯
Share:
Three-Judge panel to probe charge against Delhi High Court justice Yashwant Varma

তিন বিচারপতির কমিটি গঠন করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোয় হিসাব-বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। ওই বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এ বার তিন বিচারপতির কমিটি গঠন করলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এই কমিটিতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্নাটক হাই কোর্টের বিচারপতি অনু শিবরমন।

Advertisement

দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়ি থেকে প্রচুর পরিমাণে হিসাব-বহির্ভূত টাকা উদ্ধার করা হয় বলে অভিযোগ। বিচারপতির সরকারি বাংলোয় আগুন লেগে গিয়েছিল। তাঁর পরিবারের সদস্যেরাই দমকল ডেকেছিলেন। দমকলের কর্মীরা বাড়িতে ‘টাকার পাহাড়’ দেখতে পান। ওই সময়ে বিচারপতি বর্মা শহরে ছিলেন না। বিষয়টি জানাজানি হওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বে কলেজিয়াম আলোচনায় বসে। বিষয়টি নিয়ে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্টও তলব করা হয়। প্রসঙ্গত, এই ঘটনায় দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই রিপোর্ট খতিয়ে দেখবে শীর্ষ আদালত।

এ বার বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যত দিন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না হচ্ছে, তত দিন বিচারপতি বর্মাকে বিচারপ্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement