ফাইল চিত্র।
টাকা না দিলে ক্যাম্পাসে বিষক্রিয়া ঘটানো হবে বলে হুমকি মেল পেল উইপ্রো। শুক্রবার সকালে উইপ্রোর বেঙ্গালুরুর সারজারুর অফিসে এই হুমকি মেল যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু সাইবার ক্রাইম। তবে ওই হুমকি মেলের প্রেরককে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) রবি এস জানান, ramesh2@protonmail.com আইডি থেকে ওই মেল পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ২৫ মে-র মধ্যে ৫০০ কোটি টাকা বিটকয়েন না দিলে উইপ্রোর ক্যাম্পাসে বিষক্রিয়া ঘটানো হবে। ড্রোনের সাহায্যে এই বিষক্রিয়া ঘটানো হবে। মেল-এ ওই ব্যক্তি এও লিখেছেন যে, তাঁর কাছে এক কিলোগ্রাম রাইসিন রয়েছে। তিনি যে মিথ্যা কথা বলছেন না এবং কর্তৃপক্ষ যাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন তার জন্য খুব তাড়াতাড়ি খামে করে ২ গ্রাম রাইসিন উইপ্রোর অফিসে পাঠাবেন বলেও জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মেল-এ ওই ব্যক্তি দুটি লিঙ্ক পাঠিয়েছেন। ওই দুই লিঙ্কেই টাকা পাঠাতে বলা হয়েছে উইপ্রোকে।
আরও পড়ুন: বাইশ বছর পকেট মেরে ইনি এখন লালবাজারের অস্থায়ী কর্মী!
এই হুমকি মেল পাওয়ার পরই উইপ্রো কর্তৃপক্ষ শনিবার তাঁদের সমস্ত ক্যাম্পাসে নিরাপত্তা বাড়িয়েছে। মেল আইডি ট্র্যাক করে তদন্ত শুরু করেছে পুলিশও।
রাইসিন একটি উদ্ভিজ্জ টক্সিন। এক চিমটে রাইসিন পাউডার শরীরে ঢুকলে পূর্ণ বয়স্ক এক ব্যক্তির মৃত্যু ঘটতে পারে।