পরিবেশ দূষণ নিয়ে পুরীর হোটেল-মালিকদের কড়া হুঁশিয়ারি দিল জাতীয় পরিবেশ আদালত। বৃহস্পতিবার পুরীর দূষণ সংক্রান্ত মামলায় কলকাতায় জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পরিবেশ ও উপকূল বিধি ভেঙে গড়ে ওঠা হোটেলগুলি যদি নিজেরা সরে না-যায়, আদালতই সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দেবে।
বিধি ভেঙে গড়ে ওঠা ওই সব হোটেল কী ভাবে ছাড়পত্র পেল, প্রশ্ন তুলেছে আদালত। তাদের নির্দেশ, কী ভাবে, কাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে হোটেল তৈরি করা হয়েছে, ১৮ অগস্টের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে হবে হোটেল-মালিকদের।
পুরীর দূষণ ঠেকানোর ব্যাপারে পরিবেশ আদালতে রিপোর্টের আকারে দু’টি সুপারিশ পেশ করেছিল ওড়িশার মুখ্যসচিবের নেতৃত্বাধীন একটি কমিটি এবং আইআইটি-র বিশেষজ্ঞ কমিটি। কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী কাজ হয়নি বলে আদালতে অভিযোগ করেন এই মামলার আবেদনকারী পরিবেশকর্মী সুভাষ দত্ত। তার ভিত্তিতে এ দিন ওড়িশার মুখ্যসচিবের কাছে কাজের খতিয়ান চেয়েছে আদালত। পুরীর ভূগর্ভস্থ জলস্তরের ক্ষতি নিয়েও প্রশ্ন তোলেন সুভাষবাবু।