Bird Flu

অন্ধ্রপ্রদেশের নেল্লোরে হাজার হাজার মুরগির মৃত্যু, বার্ড ফ্লুর সংক্রমণে বাড়ছে আতঙ্ক

স্থানীয় প্রশাসন তড়িঘড়ি ওই এলাকার খামারগুলির পাশাপাশি মুরগির মাংসের দোকানগুলিকেও সাময়ির ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৯
Share:

ফাইল চিত্র।

অন্ধ্রপ্রদেশের নেল্লোরে গত কয়েক দিনে কয়েক হাজার মুরগির মৃত্যুর ঘটনায় সন্দেহ বাড়ছিল। চাতাগুটলা এবং গুম্মালাডিব্বা এলাকার বেশ কয়েকটি খামারে গত কয়েক দিন ধরেই মুরগির মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় প্রশাসনের কাছে এই ঘটনার কথা পৌঁছতেই তারা তড়িঘড়ি ওই খামারগুলি সাময়িক ভাবে বন্ধের নির্দেশ দেয়।

Advertisement

প্রাণীসম্পদ দফতর থেকে ওই সব খামারের মুরগিগুলির পরীক্ষা করতেই বার্ড ফ্লুর বিষয়টি প্রকাশ্যে আসে। ফলে ওই দুই অঞ্চলে এই সংক্রমণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। যদিও স্থানীয় প্রশাসন তড়িঘড়ি ওই এলাকার খামারগুলির পাশাপাশি মুরগির মাংসের দোকানগুলিকেও সাময়ির ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

প্রশাসনিক এক আধিকারিক জানিয়েছেন, মূলত চাতাগুটলা এবং গুম্মালাডিব্বা এলাকাতেই এই সংক্রমণ ধরা পড়েছে। যে সব খামারে মুরগির মৃত্যু হয়েছে, সেই সব খামারের ১০ কিলোমিটারের মধ্যে যত মুরগির মাংসের দোকান রয়েছে, আগামী তিন দিন সেগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নেল্লোরের জেলাশাসক। আর যে সব মাংসের দোকান খামারগুলির এক কিলোমিটারের মধ্যে রয়েছে, সেগুলিকে তিন মাস বন্ধ রাখতে বলা হয়েছে।

Advertisement

প্রাণীসম্পদ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যে সব খামারে মুরগির মৃত্যু হয়েছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ভোপালে পাঠানো হয়েছে। তবে এই সংক্রমণের জেরে নিষেধাজ্ঞার কড়াকড়ি এখনই করতে চাইছে না স্থানীয় প্রশাসন। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement