গাড়িতে চড়ে ঘুরে বেড়াতে কার না ভাল লাগে! কিন্তু পেট্রোল, ডিজেলের দাম যে ভাবে বেড়ে চলেছে তাতে সহজ কিস্তিতে একটা গাড়ি কেনা সম্ভব হলেও, নিয়মিত তেলের খরচ যোগানো বেশ মুশকিল হয়ে গিয়েছে মধ্যবিত্তদের কাছে। তাই বেশির ভাগের স্বপ্ন আর বাস্তবায়িত হয়ে ওঠে না। সেই স্বপ্ন পূরণ এ বার হতে পারে একেবারে ‘জলের দরে’। কারণ, গাড়ি এ বার চলবে জল দিয়েই! অবাক হচ্ছেন! এমনই অদ্ভুত গাড়ি বানিয়েছেন মধ্যপ্রদেশের এক মেকানিক। জেনে নেওয়া যাক সেই ‘ওয়ান্ডার কার’-এর সম্পর্কে কিছু তথ্য।
আরও পড়ুন...
চালকের অবসরের দিন তাঁকে বসিয়ে গাড়ি চালালেন জেলাশাসক নিজে