সেরিব্রাল পালসি নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অর্পিতা

ইংরেজিতে লেটার নিয়ে অর্পিতার প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করাটাও সে ভাবেই!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ০২:৩৮
Share:

প্রতীকী ছবি।

ছোটবেলা থেকে মায়ের কোলে-পিঠে চেপে স্কুলে গিয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েও মায়ের হাত ধরে এগিয়েছে নিজের আসন পর্যন্ত। জন্ম থেকেই পায়ে জোর পায় না অর্পিতা মিশ্র। বিষয়টি প্রথম ধরা পড়ে অন্নপ্রাশনের কিছু দিন পরে। ডাক্তারেরা জানান, সেরিব্রাল পালসি। সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দুঃখ পেলেও মা-বাবা দমে যাননি। বাবা অসীম মিশ্র বেসরকারি সংস্থায় ইলেকট্রিশিয়ানের কাজ করেন। স্বল্প বেতন। তবু মেয়ের চিকিৎসার জন্য ছোটাছুটি কম করেননি। তারই ফলে ও নিয়মিত ব্যায়াম করে এখন কিছুটা হাঁটতে পারে অর্পিতা। কেউ হাত ধরলে অনেকটাই এগিয়ে যায়। ইংরেজিতে লেটার নিয়ে অর্পিতার প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করাটাও সে ভাবেই!

Advertisement

অর্পিতার মা রুবি মিশ্র জানিয়েছেন, সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা সহ সকলে সহায্যের হাত বাড়িয়ে দেওয়াতেই মেয়েটা এতটা এগিয়েছে। বাণিজ্য বিভাগে ভর্তি করিয়েছেন মেয়েকে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement