Arun Jaitley

‘যাদের কিছু লুকনোর আছে, তারাই বাধা দিচ্ছে সিবিআইকে’

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকার তদন্ত এড়াতে চাইলেও তাতে কোনও লাভ হবে না বলে জানিয়েছেন জেটলি। তাঁর মন্তব্য, ‘‘শুধু সিবিআইকে সরাব বললেই সারদা চিট ফান্ড কেলেঙ্কারি বা নারদ স্টিং অপারেশনের তদন্ত বন্ধ হয়ে যাবে না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৯:০৭
Share:

সিবিআই নিয়ে প্রতিক্রিয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ফাইল চিত্র।

অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ বা সাধারণ সম্মতি প্রত্যাহার করা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। লুকনোর আছে বলেই সিবিআইকে তদন্তে বাধা দেওয়া হচ্ছে বলে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি।

Advertisement

চলতি মাসের ৮ তারিখ বিজ্ঞপ্তি জারি করে সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ বা সাধারণ সম্মতি প্রত্যাহার করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়়ডু। শুক্রবার একই রাস্তায় হেঁটে ১৯৮৯ সালে কেন্দ্রকে দেওয়া ‘সাধারণ সম্মতি’ বা তদন্তে ছাড়পত্র প্রত্যাহারের নির্দেশ জারি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে ওই দুই রাজ্যে কর্মরত সমস্ত স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে গেলে বা কেন্দ্রীয় সরকারি দফতরে তল্লাশি চালাতে গেলে প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা করে অনুমতি নিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে শনিবার মুখ খুললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘যাঁদের অনেক কিছু লুকনোর আছে, তাঁরাই সিবিআইকে তদন্তে বাধা দিচ্ছে।’’ মধ্যপ্রদেশের ভোপালে বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মাথায় রেখেই সিবিআই তৈরি করা হয়েছিল। সিবিআইকে বাধা দেওয়া হলে আয়কর দফতরের অফিসাররা কী ভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবেন?’’

Advertisement

আরও পড়ুন: আকাশ থেকেই ধ্বংস করা যাবে শত্রু ডুবোজাহাজ, অ্যান্টি সাবমেরিন চপার কিনবে ভারত

বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে সিবিআই তার নিরপেক্ষতা হারিয়েছে, এই অভিযোগে কেন্দ্রকে দেওয়া ‘সাধারণ সম্মতি’ প্রত্যাহার করেছিলেন অন্ধ্র মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্য সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভোট প্রচারে ব্যস্ত থাকবেন অমিত শাহ, পিছিয়ে গেল তারাপীঠের রথ

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকার তদন্ত এড়াতে চাইলেও তাতে কোনও লাভ হবে না বলে জানিয়েছেন জেটলি। তাঁর মন্তব্য, ‘‘শুধু সিবিআইকে সরাব বললেই সারদা চিট ফান্ড কেলেঙ্কারি বা নারদ স্টিং অপারেশনের তদন্ত বন্ধ হয়ে যাবে না।’’

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement