বরাকে কমিশনারেট

বরাক উপত্যকার কমিশনারেট দফতর হবে শিলচরে। সে জন্য জমির ব্যবস্থাও হয়ে গিয়েছে। আজ সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা বিষয়ক উপদেষ্টা গৌতম রায়। তিনি জানিয়েছেন, ওই জমিতে কমিশনারেট কার্যালয়ের পাশাপাশি পূর্ত দফতরের অতিরিক্ত মুখ্য ইঞ্জিনিয়ার, পরিবহণ দফতরের সহকারী কমিশনার, পেনশন ডিরেক্টরেটের অফিসও হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ১৯:৩৩
Share:

বরাক উপত্যকার কমিশনারেট দফতর হবে শিলচরে। সে জন্য জমির ব্যবস্থাও হয়ে গিয়েছে। আজ সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা বিষয়ক উপদেষ্টা গৌতম রায়। তিনি জানিয়েছেন, ওই জমিতে কমিশনারেট কার্যালয়ের পাশাপাশি পূর্ত দফতরের অতিরিক্ত মুখ্য ইঞ্জিনিয়ার, পরিবহণ দফতরের সহকারী কমিশনার, পেনশন ডিরেক্টরেটের অফিসও হবে। এত দিন ধরে সরকারি বিভিন্ন কাজে এই অঞ্চলের মানুষকে গুয়াহাটি ছুটতে হতো। শিলচরে সেই সব অফিস তৈরি হলে মানুষের ভোগান্তি কমবে। এ দিকে, যে জমিতে ওই সব সরকারি দফতর তৈরির কথা গৌতমবাবু জানিয়েছেন, সেই জমিতে সিটিভিওএ সংস্থার দফতর ছিল। সংস্থাটির অভিযোগ, জোর করে প্রশাসন তাদের জমি কেড়ে নিয়েছে। তারা আদালতের দ্বারস্থ হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement