National News

ফাঁকা মুখ্য তথ্য কমিশনারের পদ

আজ পর্যন্ত ৩৪ হাজার ৫০০টি অভিযোগ পড়ে রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০১:৫৭
Share:

কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রাক্তন প্রধান সুধীর ভার্গব। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান সুধীর ভার্গব ১১ জানুয়ারি অবসর নিয়েছেন। তার পর থেকে এই গুরুত্বপূর্ণ পদটি ফাঁকাই রয়েছে বলে আজ জানিয়েছে একটি নাগরিক সংগঠন। প্রধান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের সময়েই অবসরের সময়টি নির্ধারিত ছিল সুধীরের। সেই নিয়ম মোতাবেকই অবসর নিয়েছেন সুধীর। নাগরিক সংগঠনটির দাবি, তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ পদটি পূরণে কোনও অগ্রিম বন্দোবস্ত করেনি কেন্দ্র। বর্তমানে প্রধান-সহ কমিশনের পাঁচটি পদ খালি রয়েছে। এর প্রভাব পড়ছে কমিশনের দৈনন্দিন কাজকর্মে। আজ পর্যন্ত ৩৪ হাজার ৫০০টি অভিযোগ পড়ে রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। পাঁচটি শূন্যপদের মধ্যে চারটি গত বছরের নভেম্বর থেকে খালি রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে একটি জনস্বার্থ মামলার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তথ্য কমিশনের শূন্যপদ পূরণে তৎপর হতে হবে সরকারকে। গত বছরের জানুয়ারিতে চারটি শূন্যপদ পূরণের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু নিয়োগ আজও হয়নি।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে এনকাউন্টারে নিহত হিজবুলের শীর্ষ জঙ্গি, উদ্ধার গ্রেনেড-আগ্নেয়াস্ত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement