প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
নিট-কেলেঙ্কারি, একের পর এক রেলের দুর্ঘটনা, বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার কেলেঙ্কারি— এ গুলিকে হাতিয়ার করে নতুন লোকসভার প্রথম অধিবেশনের শুরু থেকেই বিরোধী শিবির আগের তুলনায় ‘দুর্বল’ নরেন্দ্র মোদী সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে।
সরকারকে কোণঠাসা করার সলতে পাকাতে আজ কংগ্রেস আগামী ২১ জুন দেশ জুড়ে নিট-কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে। তাদের প্রশ্ন, ২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও মোদী কেন নিট-কেলেঙ্কারি নিয়ে নীরব? কংগ্রেস একে ‘তৃতীয় মোদী সরকারের প্রথম কেলেঙ্কারি’ হিসেবে তুলে ধরতে চাইছে। আগামী ২৪ জুন লোকসভা অধিবেশনের প্রথম দিনে কংগ্রেসের ছাত্র সংগঠন সংসদ ঘেরাওয়ের ডাক দিয়েছে।
এত দিন বিজেপি পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করত। তৃণমূল আজ জানিয়েছে, তাঁরাও সংসদে নিট-কেলেঙ্কারি, বুথ ফেরত সমীক্ষাকে হাতিয়ার করে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে সরব হবে। লোকসভা ভোটে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শক্তি বেড়েছে। তাকে কাজে লাগিয়ে বিরোধীরা সরকারের উপর থেকে চাপ আলগা করতে নারাজ।
তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেওয়ার পরেই ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রায় হাজার কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিকে লঘু করে দেখাতে চেয়েছিলেন, তাতে লাভ হয়নি। সুপ্রিম কোর্টও এ নিয়ে সক্রিয় হয়েছে। রাহুল গান্ধী প্রথম থেকেই নিট-কেলেঙ্কারি নিয়ে সরব। আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল সকল প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিষদীয় দলনেতাদের ২১ জুন প্রতিবাদে নামার নির্দেশিকা পাঠিয়েছিলেন। কংগ্রেসের শীর্ষ নেতাদেরও বিক্ষোভে শামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেসের প্রশ্ন, প্রধানমন্ত্রী মণিপুরের সন্ত্রাস, রেল দুর্ঘটনা থেকে নিট-কেলেঙ্কারি নিয়ে নীরব কেন? বেণুগোপাল তাঁর নির্দেশিকায় লিখেছেন, নিট-কেলেঙ্কারিতে বিহার, গুজরাত, হরিয়ানায় গ্রেফতারি থেকে স্পষ্ট যে বিজেপি শাসিত রাজ্যগুলিই নিট-এর প্রশ্ন ফাঁসের কেন্দ্র। আজ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের সভাপতি বরুণ চৌধুরী নিট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে ভাবে এনটিএ-কে আড়ালের চেষ্টা করেছিলেন, তাতে সন্দেহ হয়, তিনিও এর সঙ্গে জড়িত।
পশ্চিমবঙ্গের শাসকদল জানিয়েছে, নিট-কেলেঙ্কারির সঙ্গে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়েও তারা সংসদে সরব হবে। লোকসভা ভোটের ফল প্রকাশের আগে বুথ ফেরত সমীক্ষা দেখিয়ে শেয়ার বাজার চড়ায় তুলে অনেককে ফায়দা পাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভোটের ফল প্রকাশের পরে শেয়ার বাজারের পতনে সাধারণ লগ্নিকারীদের ৩০ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে।