বেস্ট অব ফোরের মধ্যে অঙ্ক, উর্দু, বিজ্ঞান আর সমাজ বিজ্ঞানে এ প্লাস পেয়েছেন তিনি। প্রতীকী ছবি।
এগারো বছর আগে বিয়ে হয়ে গিয়েছিল তাঁর। পড়েছিলেন নবম শ্রেণি পর্যন্ত। কিন্তু দেশের আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বিয়ের পর সংসার আর সন্তানদের সামলাতে গিয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার প্রত্যন্ত আউরা গ্রামের বাসিন্দা সাবরিনা খালিকের। কিন্তু আরও পড়ার ইচ্ছেটা ছিল মনে ভিতরে। আর সেই অদম্য মনের জোরকে সঙ্গী করেই গত বছর তিনি ঠিক করেন, আবার পড়াশোনা শুরু করবেন। দশম শ্রেণির বোর্ডের দ্বিবার্ষিক পরীক্ষায় এ বার প্রথমা তিনি। পেয়েছেন ৯৩.৪ শতাংশ নম্বর।
তিন সন্তানের মা সাবরিনার এই সাফল্যের পথ মসৃণ ছিল না একেবারেই। সংসারের যাবতীয় কাজ করে, দুই মেয়ে আর এক ছেলেকে সামলে রাত জেগে পড়াশোনা করেছেন তিনি। তবে স্বামী-সহ দুই পরিবারের বাকিদের সমর্থন পেয়েছিলেন পুরোপুরি। সংবাদমাধ্যমকে সাবরিনা জানিয়েছেন, পরিবারের আর্থিক পরিস্থিতি যা ছিল, তাতে বিয়ে হয়ে যায় ছোট বয়সেই। শ্বশুরবাড়িতে এসে বাড়ির কাজ করতে করতেই এতগুলো বছর কেটে গিয়েছিল। কিন্তু গত বছরই ফের পড়াশোনাটা শুরু করার কথা পরিবারকে জানান তিনি। প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এ বারের বোর্ড পরীক্ষা দিয়েছিলেন সাবরিনা। ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৬৭ নম্বর। বেস্ট অব ফোরের মধ্যে অঙ্ক, উর্দু, বিজ্ঞান আর সমাজ বিজ্ঞানে এ প্লাস পেয়েছেন তিনি।