National News

‘সুন্দরী ভূত’ তেলঙ্গানার গ্রামে! বাড়ি ছেড়ে পালাচ্ছেন পুরুষরা

রাত বাড়লেই সে হানা দেয়। ঘুরে বেড়ায় গ্রামের যত্রতত্র। সেই ভূতের ভয়েই এখন ঘরছাড়া গ্রামের বেশিরভাগ মানুষ। গ্রামবাসীদের দাবি, সেই ভূত নাকি ঘোর পুরুষবিদ্বেষী। বেছে বেছে সে নাকি গ্রামের পুরুষদেরই টার্গেট করছে! তেলঙ্গানার নির্মল জেলার কাশীগুড়া গ্রামে।   

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ১৬:১৫
Share:

প্রতীকী ছবি।

এক সুন্দরী ভূতই এখন ত্রাস তেলঙ্গানার একটি গ্রামে!

Advertisement

রাত বাড়লেই সে হানা দেয়। ঘুরে বেড়ায় গ্রামের যত্রতত্র। সেই ভূতের ভয়েই এখন ঘরছাড়া গ্রামের বেশিরভাগ মানুষ। গ্রামবাসীদের দাবি, সেই ভূত নাকি ঘোর পুরুষবিদ্বেষী। বেছে বেছে সে নাকি গ্রামের পুরুষদেরই টার্গেট করছে! তেলঙ্গানার নির্মল জেলার কাশীগুড়া গ্রামে।

আরও পড়ুন:

Advertisement

বাজিতে নিষেধাজ্ঞা ঘিরে এমন সাম্প্রদায়িকতা! গভীর আক্ষেপ সুপ্রিম কোর্টের

দাসনা জেলে রায়ের নথি পৌঁছনোর অপেক্ষায় তলোয়াররা, মুক্তি আজই

সেই গ্রামে মোট ৬০টি পরিবারের বাস। পাথর ভেঙে তাদের দিন গুজরান হয়। সুন্দরী ভূতের ভয়ে সে সব এখন শিকেয় উঠেছে। গ্রামবাসীদের কথায়, গত কয়েক মাস ধরেই উপদ্রব চালাচ্ছে ওই সুন্দরী ভূত। তবে সেই ভূতের হানাদারিতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। ভূতের ভয় পুরোপুরি না কাটলে তাঁরা কেউই বাড়ি ফিরতে রাজি নন।

তেলঙ্গানার গ্রামগুলিতে অবশ্য ভূতের উপদ্রবের ঘটনা নতুন নয়। আগেও এই ধরনের খবর রটেছিল।

তবে, সুন্দরী ভূতের ভয়ে গ্রামবাসীদের দলে দলে ঘর ছাড়ার ঘটনা এই প্রথম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement