Biplab Deb

Tripura: গাঁধী, বিবেকানন্দ, আইনস্টাইনের সঙ্গে বিপ্লব দেবের তুলনা! বিতর্কে ত্রিপুরার মন্ত্রী

বিপ্লবের দূরদৃষ্টির তারিফ করতেই স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গাঁধী, সুভাষচন্দ্র বসু, আইনস্টাইনের তুলনা টানেন রতনলাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৭:০৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে মনীষীদের তুলনা টেনে বিতর্কে জড়ালেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধীরা রতনলালের এমন বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন শনিবার।

একটি কর্মসূচিতে বক্তৃতার সময় বিপ্লবের দূরদৃষ্টির তারিফ করতে গিয়ে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গাঁধী, সুভাষচন্দ্র বসু, আইনস্টাইনের তুলনা টানেন রতনলাল। এর পরেই বিপ্লব মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তথা কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন বলেন, ‘‘তোষামোদের রাজনীতি নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গিয়েছে।’’

Advertisement

প্রসঙ্গত, ত্রিপুরায় বাম আমলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রতনলাল। ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮-র বিধানসভা ভোটে নিজের পুরনো কেন্দ্র মোহনপুরে জিতে মন্ত্রীও হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement