অনিরুদ্ধ মুম্মানেনি। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
প্রথমে মনে করা হচ্ছিল মোবাইল ফোনে কথা বলার সময়ই অসতর্ক হয়ে হস্টেলের ছাদ থেকে নিচে পড়ে মারা গিয়েছে আইআইটি হায়দরাবাদের কৃতী ছাত্র অনিরুদ্ধ। মৃত্যুর তিন দিন পর অবশ্য জানা গেল— দুর্ঘটনা নয়, মানসিক অবসাদের কারণেই নিজেকে শেষ করেছেন তিনি। আর তিনি যে নিজেকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এই কথা ই-মেল করে বন্ধুদেরও জানিয়েছিলেন অনিরুদ্ধ। প্রাথমিক তদন্তের পর এই তথ্য সামনে আনল হায়দরাবাদ পুলিশ।
গত বৃহস্পতিবার আইআইটি হায়দরাবাদের সাত তলা হস্টেল বিল্ডিং-এর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ২১ বছরের ছাত্র অনিরুদ্ধ মুম্মানেনির। মৃত্যুর আগের সপ্তাহেই নিজের বন্ধুদের মেল করে তিনি জানান, ‘আমার জীবন শেষ করে দেওয়াটাই যুক্তিযুক্ত সিদ্ধান্ত। আমার ভবিষ্যৎ কী হতে পারে, তা অনুমান করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। রোজকার এই যন্ত্রণা নিয়ে চলাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।’
আত্মহত্যা করার আগে বাঁচার একটা চেষ্টা অবশ্য করেছিলেন অনিরুদ্ধ। কিছু দিন আগেই হতাশা থেকে রেহাই পেতে মনোবিদের পরামর্শও নিয়েছিলেন তিনি, এমনটাই জানানো হয়েছে হায়দরাবাদ পুলিশের তরফে।
আরও পড়ুন: হাম্পির ঐতিহাসিক স্তম্ভ ভেঙে দিচ্ছে দুষ্কৃতীরা! ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড়
২১ বছরের অনিরুদ্ধ সেকেন্দ্রাবাদের বাসিন্দা। আইআইটি হায়দরাবাদের মেকানিক্যাল অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি।
আরও পড়ুন: হিরের লোভে হাজার কেজির ‘নন্দী’র মূর্তি তুলে নিয়ে গেল চোরেরা!
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)