বিড়াল বাচ্চাদের পুড়িয়ে মারার চেষ্টা। অলঙ্করণে তিয়াসা দাস।
বিড়াল বাচ্চাদের পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত ৩২ বছরের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ঠানের নয়া নগরথানার পুলিশ। অভিযুক্তের নাম সিদ্ধেশ পটেল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ নম্বর ও প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মু্ম্বই উপনগরীতে একটি হাউসিং সোসাইটিতে থাকেন সিদ্ধেশ। সম্প্রতি হাউসিং সোসাইটির পাশেই আগুন জ্বালিয়ে বেশ কয়েকটি বিড়াল বাচ্চাকে আগুনে ছুড়ে ফেলেন তিনি। কিন্তু ভাগ্যক্রমে আগুনে পড়ে যাওয়ার পরেও দৌঁড়ে পালায় ওই বিড়ালগুলি। গোটা ঘটনার ছবি ধরা পড়ে হাউসিংয়ের সিসিটিভি ক্যামেরাতে।
এরপরই ওই হাউসিয়ের অন্যান্য বাসিন্দারা একটি পশুপ্রেমী সংগঠনের মাধ্যমে পুলিশের কাছে গোটা বিষয়টি জানায়। তারপরই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। নয়া নগর থানার এক সিনিয়র পুলিশ অফিসার কৈলাস ভার্ভে বলেছেন, ‘‘সোসাইটি মেম্বারদের অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি কেন এ রকম অমানবিক আচরণ করেছেন তা এখনও স্পষ্ট নয়।”
আরও পড়ুন: এ রাজ্যে আয়লার চেয়েও বেশি এলাকা জুড়ে ক্ষতির আশঙ্কা ফণীর