Manipur

‘আমরা কুকি নই’, জানাল মণিপুরের তাদৌ গোষ্ঠী

রবিবার গুয়াহাটিতে কনভেনশন করে তাদৌ জনগোষ্ঠী নিজেদের পৃথক জনজাতি বলে উল্লেখ করেছে। “আমরা কুকি নই” বলে ঘোষণা করে তাদের দাবি, “আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে। আছে সুপ্রাচীন ইতিহাসও।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ০৭:০৯
Share:

এন বীরেন সিংহ। —ফাইল চিত্র।

মণিপুরের তাদৌ জনগোষ্ঠী জানিয়ে দিয়েছে, তারা কুকি জনগোষ্ঠী ভুক্ত নয়। ভুল পরিচিতির দরুন তাদের বহু লোকসান হয়ে গিয়েছে। অন্য দিকে নাগারা হুঁশিয়ারি দিয়েছেন, আরাম্বাই টেম্বলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর অবস্থান নেওয়া হবে। মেইতেই-কুকি বিরোধের মধ্যে জনজাতি গোষ্ঠীগুলির নতুন অবস্থান রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ দিকে, লাগাতার হিংসার মধ্যেই মেইতেইরা এ বার নিঙ্গল চকৌবা উতসবে মেতেছেন।

Advertisement

রবিবার গুয়াহাটিতে কনভেনশন করে তাদৌ জনগোষ্ঠী নিজেদের পৃথক জনজাতি বলে উল্লেখ করেছে। “আমরা কুকি নই” বলে ঘোষণা করে তাদের দাবি, “আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে। আছে সুপ্রাচীন ইতিহাসও।” তারা কুকিদের থেকে পৃথক বলে জানিয়ে দিয়ে মেইতেই-কুকি বিরোধের নিষ্পত্তি চান। তাদৌ নেতৃবৃন্দের কথায়, অশান্তি মিটিয়ে রাজ্যটিতে শান্তি ফেরানো খুব জরুরি। বলেন, তাতে তাঁরাও কম ক্ষতিগ্রস্ত হননি। কুকি বলে ভুল ব্যাখ্যার দরুন তাঁরা গত দেড় বছরে অনেক প্রিয়জনকে হারিয়েছেন।

এ দিকে, হিংসার দরুন গত বছর মেইতেইরা তাঁদের প্রধান উৎসব নিঙ্গল চকৌবা (ভাইফোঁটা) পালন করেননি। সে অবস্থার খুব পরিবর্তন না হলেও এ বার উৎসবে মেতেছেন মণিপুরের মেইতেইরা। বিবাহিত মেয়েদের আমন্ত্রণ জানিয়েছে প্রায় প্রতিটি পরিবার। এ উপলক্ষে শনিবার রাজ্য সরকারের উদ্যোগে মীনমেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও হয়।

Advertisement

মণিপুরের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী পৃথক বার্তায় নিঙ্গল চকৌবা উপলক্ষে রাজ্যের প্রত্যেক বিবাহিত মহিলাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন, “বিয়ে দিয়েছ বলেই মেয়েকে ভুলে থাকলে চলবে না, নিঙ্গল চকৌবা বাবা-মায়েদের শুধু এই কথাই মনে করিয়ে দেয় না। পাশাপাশি সমাজকে জোটবদ্ধ থাকার বার্তাও দেয়এই উৎসব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement